দেশ

মাঝপথেই শেষ করলেন প্রশাসনিক বৈঠক, কপ্টার দুর্ঘটনার পর রাওয়াতের আরোগ্য কামনায় মমতার

দুপুর নাগাদ মালদা কলেজ অডিটোরিয়ামে চলছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়ের প্রশাসনিক বৈঠক ৷ তখনই খবর এল তামিলনাড়ুতে হেলিকপ্টার দুর্ঘটনায় তিন সামরিক বাহিনীর প্রধান বিপিন রাওয়াত সহ ১৪ জন সেনাকর্তা গুরুতর জখম হয়েছেন । মুহূর্তে থমকে যান রাজ্যের প্রশাসনিক প্রধান।  মাঝপথেই প্রশাসনিক বৈঠক থামিয়ে দিলেন মুখ্যমন্ত্রীবেশ কিছুক্ষণ চুপ থাকার পর বিষয়টি উপস্থিত সবাইকে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেন ৷ এরপর আর বৈঠক দীর্ঘায়িত করেননি মুখ্যমন্ত্রী ৷ দু-একটি কথা বলে প্রশাসনিক বৈঠক শেষ করেন তিনি । আজ তামিলনাড়ুর নীলগিরি পাহাড়ের জঙ্গলে ভেঙে পড়ে বায়ুসেনার এমআই-১৭ হেলিকপ্টারটি ৷ তাতে সওয়ার ছিলেন ভারতের তিন সামরিক বাহিনীর প্রধান বিপিন রাওয়াত৷ সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত সহ ১৪ জন ৷ দুর্ঘটনার কথা জানার পর তড়িঘড়ি প্রশাসনিক শেষ করে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি লেখেন, “কুন্নুর থেকে খুবই দুঃখজনক খবর আসছে ৷ ভেঙে পড়া চপারে সিডিএস বিপিন রাওয়াত ও তাঁর পরিবার-সহ যাঁরা ছিলেন তাঁদের সুরক্ষা কামনা করছে গোটা দেশ ৷ যাঁরা আহত হয়েছেন তাঁদের দ্রুত আরোগ্য কামনা করি ৷”  বায়ুসেনার চপার দুর্ঘটনার পর টুইটে সস্ত্রীক বিপিন রাওয়াত ও অন্যান্যদের দ্রুত সুস্থতা কামনা করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিও ৷ রাহুল গান্ধি লেখেন, “সিডিএস জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী ও চপারে থাকা অন্যান্যরা সুরক্ষিত আছেন বলে আশা করছি ৷ তাঁদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি ৷”