কলকাতা

গ্রাম বাংলার উন্নয়নে ৯ দফতরকে ৫০০ কোটি বরাদ্দ করল রাজ্যে সরকার

আগামী বছর পঞ্চায়েত ভোট ৷ তার আগে গ্রামীণ উন্নয়নে আরও জোর দিতে চায় রাজ্য সরকার ৷ তাই গ্রামীণ উন্নয়নে ৯ টি দফতরের জন্য প্রায় ৫০০ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার৷ সূত্রে খবর, গ্রামীণ উন্নয়ন যাতে কেন্দ্রীয় টাকার অভাবে থমকে না যায়, তাই এই দফতরগুলিকেই টাকা দেওয়া হয়েছে । গত ৩ ফেব্রুয়ারি কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য প্রশাসনের আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই বৈঠকে তিনি বাংলার গ্রামীণ এলাকার পরিকাঠামো পুনর্গঠন এবং উন্নয়নমূলক কাজের গতি অব্যাহত রাখতে সরকারের সমস্ত দফতরগুলিকে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছিলেন । এমনকি পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়ের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী । তার পরই সরকারের তরফে এই অর্থ বরাদ্দ করা হল ৷