দেশ

রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে গোপালকৃষ্ণ গান্ধি ও ফারুখ আবদুল্লার নাম প্রস্তাব তৃণমূল সুপ্রিমোর

এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার রাজি না হওয়ায় রাষ্ট্রপতি পদে বিরোধী শিবিরের প্রার্থী হিসেবে দু’জনের নাম প্রস্তাব করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দুইজন হলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লা ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধি। দুজনের সঙ্গে কথা বলে শিগগিরই চূড়ান্ত নাম ঘোষণা করা হবে। বিরোধী শিবিরের পরবর্তী বৈঠক থেকেই আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঘোষণা করা হবে। রাষ্ট্রপতি নির্বাচনের রণকৌশল চূড়ান্ত করতে বুধবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠকে বসেছিলেন দেশের প্রধান বিরোধী দলগুলির শীর্ষ নেতারা। বৈঠকের উদ্যোক্তা ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দেড় ঘন্টার বেশি সময় ধরে চলে বৈঠক। সূত্রের খবর, বৈঠকে রাষ্ট্রপতি পদে শরদ পওয়ারের নাম প্রস্তাব করেন তৃণমূল সুপ্রিমো। যদিও সক্রিয় রাজনীতিতেই তিনি থাকতে চান বলে জানিয়ে ওই প্রস্তাব ফেরান শরদ পওয়ার। তার পরেই বিকল্প প্রার্থী হিসেবে গোপালকৃষ্ণ গান্ধি ও ফারুখ আবদুল্লার নাম প্রস্তাব করেন মমতা। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল নেত্রী বলেন, ‘আজকের বৈঠকে শরদ পওয়ারের নাম প্রস্তাব করা হয়েছে। উনি চাইলে আমরা সকলে ওঁকে সমর্থন করব। আর উনি রাজি না হলে ‘সর্বসম্মত ভাবে’ একজনকে প্রার্থী করা হবে। কিছুদিনের মধ্যেই ফের বৈঠকে বসা হবে। ওই বৈঠকেই প্রার্থী চূড়ান্ত করা হবে।’ মোদি জমানায় গণতন্ত্রের উপরে বুলডোজার চালানো হচ্ছে বলে অভিযোগ করে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘মোদি সরকারের হাত থেকে দেশের সংবিধান ও গণতন্ত্রকে রক্ষা করবেন এমন একজনকে রাষ্ট্রপতি হিসেবে চাই আমরা।’