দেশ

আন্দোলনরত কৃষকদের সঙ্গে কথা মমতার, ‘পাশে থাকার’ আশ্বাস

কৃষক আন্দোলনের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দোলনের পাশে থাকার বার্তা নিয়ে মমতার নির্দেশে দিল্লি-হরিয়ানার সিঙ্ঘু সীমানায় পৌঁছে গেলেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন। কৃষকদের সঙ্গে চার ঘণ্টা ধরে বৈঠকও করেন ডেরেক। আন্দোলনে সহমর্মিতা জানিয়ে ডেরেকের মাধ্যমে ফোনে আন্দোলনকারী কৃষকদের সঙ্গে কথা বলেন মমতা।আন্দোলনরত কৃষকদের সঙ্গে কথা বলে তাঁদের পাশে থাকার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দিল্লির সিঙ্ঘু সীমান্তে আন্দোলনরত কৃষকদের বেশ কয়েকটি দলের প্রতিনিধিদের সঙ্গে মমতা ফোনে কথা বলেন বলে জানিয়েছেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ ডেরেক ও’ব্রায়ান। তৃণমূল কৃষকদের পাশে রয়েছে বলেও আশ্বস্ত করেছেন মমতা। উল্লেখ্য এদিন সকালেই ট্যুইটারে সিঙ্গুর আন্দোলনের সময় ২৬ দিনের অনশনের প্রসঙ্গ তুলে কৃষকদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন মমতা। কৃষকরাও মমতার প্রশংসা করেছেন। প্রসঙ্গত, বৃহস্পতিবারও একাধিক টুইটে মমতা দিল্লির উপকণ্ঠে কৃষকদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছিলেন। লিখেছিলেন, ‘কৃষকদের জীবন-জীবিকা নিয়ে মারাত্মক উদ্বেগে রয়েছি। ভারত সরকারের উচিত নয়া কৃষি আইন প্রত্যাহার করে দেওয়া। এই মুহূর্তে ওই আইন প্রত্যাহার না করা হলে আমরা রাজ্য ও দেশজুড়ে আন্দোলনে নামব। আমরা প্রথম থেকেই এই কৃষক বিরোধী বিলের বিরোধিতা করে আসছি।’‌