কালিয়াচক কাণ্ডের ছায়া চাঁচল থানার স্বরূপগঞ্জে । স্ত্রীকে খুন করে বাড়ির পিছনে পুঁতে দিয়েছিল স্বামী । তারপর এক সপ্তাহ ধরে দিব্যি দিন কাটাচ্ছিল সে । স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে থানায় নিখোঁজ ডায়েরিও করেছিল । কিন্তু শেষ রক্ষা হয়নি । মঙ্গলবার সন্ধ্যা নাগাদ দুর্গন্ধে অতিষ্ঠ মানুষজন তার উৎস খুঁজতে শুরু করেন । তখনই দেখা যায়, বাড়ির পিছনে একটি গর্তে রয়েছে একটি লাশ । খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ । পুলিশি জেরায় নিজের কুকীর্তির কথা স্বীকার করে নেয় স্বামী । তাকে গ্রেফতার করা হয়েছে । মৃত মহিলার নাম কালো বিবি । বয়স 31 বছর । এলাকাতেই তাঁর বাপের বাড়ি । বছর পাঁচেক আগে বিয়ে হয়েছিল পেশায় শ্রমিক মহম্মদ আলির সঙ্গে । বিয়ের পর খুব একটা কাজকর্ম করত না মহম্মদ । কালো বিবি এলাকার কয়েকটি বাড়িতে পরিচারিকার কাজ করতেন । তাঁর আয়েই সংসার চলত । কালো বিবির বোন মোনাম পারভিন বলেন, “গত মঙ্গলবার দুপুরে আমার বাড়িতে যাওয়ার কথা ছিল দিদির । কিন্তু সে যায়নি । বিকেলে মা দিদির বাড়িতে এসেছিল । তখন জামাইবাবু মাকে বলে, দিদি নাকি পাশের পাড়ায় বোনের বাড়িতে গিয়েছে । এখন দেখছি, জামাইবাবুরা দিদিকে মেরে ফেলেছে । খুন করে বাড়ির পিছনে গর্তে পুঁতে রেখেছে । বাড়ির জায়গাটা আমার দিদির নামে রয়েছে । জায়গাটা নিজের নামে করে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল জামাইবাবু । কিন্তু দিদি জায়গাটা জামাইবাবুর নামে লিখে দেয়নি । এলাকার লোকজন তাকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে ।”