স্ত্রী এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ তুলে গলায় ফাঁস লাগিয়ে বুকের কাছে ঝোলানো প্ল্যাকার্ডে বিচার পেলাম না লিখে আত্মঘাতী হলেন ৩৪ বছর বয়সি একজন ইঞ্জিনিয়ার৷ উত্তর প্রদেশের বাসিন্দা অতুল সুভাষ নামে ওই যুবক বেঙ্গালুরুতে নিজের বাড়িতেই আত্মঘাতী হন৷ মৃত্যুর আগে ২৪ পাতার সুইসাইড নোট লিখে গিয়েছেন তিনি৷ সেই চিঠিতেই স্ত্রী এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন অতুল৷ আক্ষেপের সঙ্গে অতুল সেই সুইসাইড নোটেই লিখেছেন, ‘এই মুহূর্তে আইনকে ঢাল করেই ভারতে পুরুষদের হত্যালীলা চলছে৷’ বেসরকারি সংস্থায় ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত অতুলের বেঙ্গালুরুর বাড়ি থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অতুলের সঙ্গে তাঁর স্ত্রীর দাম্পত্য কলহ চলছিল৷ উত্তর প্রদেশে অতুলের বিরুদ্ধে তাঁর স্ত্রী একাধিক অভিযোগ এনে মামলাও করেছিলেন৷ মৃত্যুর আগে একাধিক ব্যক্তিকে ই মেল করে নিজের সুইসাইড নোট পাঠান অতুল৷ পাশাপাশি, হোয়াটসঅ্যাপে একটি স্বেচ্ছাসেবী সংস্থাকেও নিজের সুইসাইড নোট পাঠান ওই যুবক৷