মধ্যপ্রদেশের জবলপুর ধর্ষণে অভিযোগে আদালত তাকে কারাবাসের সাজা দেয়। কারাবাসে থাকাকালীন জামিনের জন্য আবেদন করেন। আদালত তাঁর জামিন মঞ্জুর করে। জামিনে ছাড়া পেয়ে অভিযুক্ত সেই নির্যাতিতাকে ফের ধর্ষণ করেন। সেই সঙ্গে অভিযুক্ত নির্যাতিতাকে পুলিশে দায়ের করা অভিযোগ প্রত্যাহারের হুমকিও দেন। এমনই এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী মধ্যপ্রদেশের জবলপুর। পুলিশ সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ১৯ বছরের তরুণীকে ধর্ষণের অভিযোগে পুলিশ বিবেক পাতিল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। দায়ের হয় মামলা। আদালত বিবেক পাতিলকে কারাবাসের সাজা দেয়। কারাবাসে থাকাকালীন বিবেক জামিনের জন্য আবদেন করেন। আদালত তাঁর জামিন মঞ্জুর করে। জামিনে ছাড়া পেয়ে বিবেক সেই নির্যাতিতাকেই ফের ধর্ষণ করে। পাশাপাশি শারীরিক নির্যাতন মোবাইলে ভিডিও করে। অভিযুক্ত জানায়, পুলিশে দায়ের করা অভিযোগ প্রত্যাহার না করলে সে এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আপলোড করবে। অভিযুক্তকে ধরতে পুলিশ তল্লাশি শুরু করেছে।