দেশ

ফের উত্তপ্ত মণিপুর, গ্রাম ছাড়া ২০০ গ্রামবাসী

ফের অশান্ত মণিপুর। মেইতেই সম্প্রদায়ের এক ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনার পর থেকে নতুন করে উত্তপ্ত হয়েছে পার্বত্য ওই রাজ্যটি। অসম সীমানা সংলগ্ন জিরিবাম জেলায় বৃহস্পতিবার থেকে মেইতেই এবং কুকি জনগোষ্ঠীর সংঘর্ষের জেরে নতুন করে মৃত্যু এবং ঘর ছাড়ার ঘটনা ঘটেছে। সংবাদ মাধ্যম সূত্রে খবর, কুকি জঙ্গিদের হামলার মুখে ইতিমধ্যেই অন্তত ২০০ মেইতেই গ্রামবাসী এলাকা ছেড়েছেন। তাঁদের ঠাঁই হয়েছে স্থানীয় জিকি স্পোর্টস কমপ্লেক্সের ত্রাণশিবিরে। জিরিবাম জেলার লামতাই খুনউ, দিবং খুনউ, নুনখাল এবং বেগরা গ্রামে সন্দেহভাজন কুকি জঙ্গিরা মেইতেইদের বহু বাড়ি পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ। কুকিদের উপর পাল্টা হামলা এবং বাড়িঘর পোড়ানোর অভিযোগ উঠেছে মেইতেই সংগঠন আরাম্বাই টেঙ্গলের সদস্যদের বিরুদ্ধে।