ফের জঙ্গিদের হাতে আক্রান্ত নিরাপত্তা বাহিনীর অফিসার। যার জেরে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে মণিপুরের মোরে। রিপোর্টে প্রকাশ, মোরেতে সেনা বাহিনীর উপর হঠাৎ হামলা চালায় জঙ্গিরা। যার জেরে সিডিও পদাধিকারী এক আধিকারিকের মৃত্যু হয়। আহত হন আরও একজন। জানা যাচ্ছে, বুধবার ভোর ৪টে নাগাদ মোরের এমা কোংডোংয়ের কাছে ঘুমের মধ্যে নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালায় অস্ত্রধারীরা। তাদের প্রতিহত করতে গিয়েই সিডিও পদাধিকারী ডব্লিউ সমরজিৎ নামে ওই অফিসারের যেমন মৃত্যু হয়, তেমনি আহত হন আরও একজন।