কলকাতা

ঘন কুয়াশার চাদরে ঢাকল কলকাতা, ব্যাহত বিমান পরিষেবা!

ভোর থেকে ঘন কুয়াশার চাদরে ঢেকেছে তিলোত্তমা। কমেছে দৃশ্যমানতা। ঘন কুয়াশার কারণে কলকাতা বিমানবন্দরে সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছে বিমান চলাচল। সাতসকলে এই ঘটনায় চিন্তায় যাত্রীরা। সূত্রের খবর, বর্তমানে এয়ারপোর্টের দৃশ্যমানতা ২৫ মিটারের আশেপাশে। তাতেই বাড়ছে উদ্বেগ। কখন পরিষেবা স্বাভাবিক হয় এখন সেদিকে তাকিয়ে সকলে।  সূত্রের খবর, সকাল ৬টা নাগাদ দৃশ্যমানতা নেমে যায় ৫০ মিটারে। তাতেই বিমান ওঠানামা নিয়ে চিন্তা বেড়েছিল বন্দরের কর্মীদের। কিন্তু, ৭টার পর পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করে। দৃশ্যমানতা নেমে যায় ২৫ মিটারে। ফলে ওই সময় বেশ কয়েকটি বিমানের উড়ানের কথা থাকলেও সেগুলি ছাড়তে পারেনি। অন্যদিকে বেশ কয়েকটি বিমানের অবতরণের কথা থাকলেও কুয়াশার বাধায় সেগুলি মাঝ আকাশে চক্কর কাটতে থাকে। শুধু বন্দরের ভিতর নয়, দৃশ্যমানতা কম থাকার কারণে এয়ারপোর্টের বাইরেও যান চলাচলে সমস্যা হচ্ছে।