Uncategorized

বন্দেভারত এক্সপ্রেসের ধাক্কায় মৃত ৪, আহত আরও এক

ফের বন্দেভারত এক্সপ্রেসকে ঘিরে দুর্ঘটনা ৷ এবার এই সেমি বুলেট ট্রেনের ধাক্কায় মৃত্যু হল চারজনের ৷ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বিহারের পূর্ণিয়ায় ৷ শুক্রবার ভোর চারটে নাগাদ জোগবানির কাছে কসবা স্টেশনের ক্রসিংয়ে বন্দেভারত এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয় চার যুবকের ৷ ঘটনায় আরও একজন গুরুতরভাবে আহত হয়েছেন। ওই যুবকরা সবাই দশেরার মেলা দেখে ফিরছিলেন ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেলা ঘুরে পাঁচ যুবকই রেললাইন ধরে পূর্ণিয়ার দিকে হেঁটে আসছিলেন। ভোরের অন্ধকারের জেরেই তাঁরা বুঝতে পারেননি জোগবানির দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসছে বন্দেভারত এক্সপ্রেস ৷ ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিন যুবকের মৃত্যু হয়েছে ৷ আহত দু’জনকে পূর্ণিয়া সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে একজনের মৃত্যু হয় ৷ অন্য আরও এক আহত যুবকের চিকিৎসা চলছে । ঘটনার পর রেল লাইনের আশপাশে আরপিএফ এবং পুলিশ মোতায়েন করা হয়েছে ৷ ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে বিপুল সংখ্যক মানুষ ঘটনাস্থলে উপস্থিত হন। এদিকে, আরপিএফ এবং স্থানীয় পুলিশও ঘটনাস্থলে পৌঁছে সবকটি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশ বাহিনী ৷