কলকাতা পুজো

লক্ষ্মীপুজোয় বাজার আগুন, চড়া দামে নাভিশ্বাস মধ্যবিত্তের

পুজোয় উত্‍সবের ব্যস্ততায় পরিশ্রান্ত বাঙালি৷ তবু, উদ্‍যাপনে ভাঁটা পড়েনি৷  ধনদেবীর আরাধনায় মেতে উঠেছে গোটা বাংলা। দুর্গাপুজোর মাত্র কয়েকদিনের মাথায় এই লক্ষ্মীপুজো ঘিরেও উৎসাহ-উদ্দীপনার শেষ নেই। গ্রাম থেকে শহর ধন-সম্পত্তির দেবীর পুজো ঘিরে উৎসাহ অন্তহীন। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটিরাও মেতেছেন ধনদেবীর পুজোয়। তবে ফি বারের মতো এবারও লক্ষ্মীপুজোয় বাজারে গিয়ে মাথায় হাত মধ্যবিত্তের।  প্রতিবার পুজোর আগের দিন কিংবা পুজোর দিনেও ফল-ফুল, শাক, সবজির দাম চড়া থাকে। প্রায় দ্বিগুণ দামে কিনতে হয় অনেক দশকর্মার সামগ্রীও। এবারও পরিস্থিতির বিশেষ বদল নেই। লক্ষ্মীপুজোয় বাজার করতে গিয়েই তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন সাধারণ মানুষ। ফল-ফুল থেকে শুরু করে শাক-সবজির আগুন দামে পকেটে আম আদমির। কলকাতায় ধানের শীষ -৩০ থেকে ৪০ টাকা।, পান- ২ টাকা, একটি ডাবে দাম ৩০ টাকা (ছোটো), কলাগাছ- ৪০ টাকা, দুটি গাঁদার মালা ২০ থেকে ৩০ টাকা, একটি রজনীগন্ধা ৪০ থেকে ২০০ টাকা, জুঁই ফুলের মালা প্রতি পিসে ৫০ থেকে ১২০ টাকা, পদ্ম ফুল ২০ টাকা। এতো গেল পুজোর সরঞ্জামের কথা। চড়া দামে বিক্রি হচ্ছে ফল-মূল, শাক-সবজিও। আঙুর ৫০০ টাকা কেজি (অস্ট্রেলিয়ান), আঙুর ২৫০ টাকা কেজি (নাসিক),  আপেল ১৫০ টাকা কেজি। নাসপাতি  ১৫০ টাকা কেজি, পেয়ারা ১০০ টাকা কেজি, বেদানা  ২৮০ টাকা কেজি, শাক আলু  ১২০ টাকা কেজি, শসা  ৬০ টাকা কেজি, পানিফল  ১০০ টাকা কেজি, আতা ২৫০ টাকা,  মুসুম্বি ২০ টাকা পিস, বাতাবি লেবু ৬০ টাকা পিস, নারকেল ৩০ টাকা পিস ( ছোটো), খেজুর ১৫০ টাকা কেজি থেকে শুরু। আমসত্ত্ব ২৪০ টাকা কেজি, তরমুজ ৬০ টাকা কেজি।, পাঁকা পেঁপে ৮০ টাকা কেজি, কাঁঠালি কলা ৮০ টাকা। কমেনি নিত্য প্রয়োজনীয় সবজির দামও।  আলু (চন্দ্রমুখী) ৪০-৪৫টাকা, জ্যোতি আলু ২৮-৩০ টাকা প্রতি কিলো টাকা, বেগুন ৪০ টাকা, ঢেঁড়শ ৫০ টাকা, কুমড়ো ৪০ টাকা। ফুলকপি জোড়া (ছোট) ৫০ টাকা, ফুলকপি জোড়া (বড়) ১০০ টাকা, পটল ৪০ টাকা, গাজর, ১০০ টাকা, বাঁধাকপি প্রতি পিস ৪০ টাকা, কাঁকরোল ৩০ টাকা কিলো, ঝিঙে ৬০ টাকা প্রতি কেজি। অন্যদিকে, তিলের নাড়ু, নারকেল নাড়ু, খই–মুড়ির নাড়ু, খেজুর এখন সবই প্যাকেটে বিক্রি হচ্ছে। ১২ টাকার প্যাকেটে সবকিছুই পাঁচ–ছয় পিস করে রয়েছে। দাম বেড়েছে দু’টাকা প্যাকেট প্রতি। পানিফল ৮০ টাকা কেজি। সবে দুর্গাপুজো গিয়েছে। ফলে লক্ষ্মীপুজোর আয়োজন করতে গিয়ে নাজেহাল সাধারণ মানুষ। প্রতিমা বিকোচ্ছে ২০০টাকা থেকে ১০০০ টাকায়। যদিও সাধ্যের মধ্যে ২০০, ৩৫০, ৫০০ ও ১০০০ টাকা দামেরও রয়েছে প্রতিমা।মূর্তির সাইজ অনুযায়ী দাম। উল্লেখ্য, পঞ্জিকার বিষুদ্ধ মতের সময় সারণী মেনে রবিবার ভোর ৩ টে ২৯ মিনিট ৫৬ সেকেন্ডে পূর্ণিমা পড়ে গিয়েছে। অর্থাৎ আজ ভোর থেকেই মা লক্ষ্মীর আরাধনা পর্ব শুরু করা যাচ্ছে। রবিবার গোটা দিন কাটিয়ে রবিবার গভীর রাত অর্থাৎ ২টো ২৫ মিনিট ২০ সেকেন্ড পর্যন্ত পূর্ণিমা থাকছে। সুতরাং ধনদেবীর আরাধনায় লম্বা সময় মিলছে এবার।