জেলা

বারাসতের চাঁপাডালি মোড়ের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে অনলাইন বিপণি সংস্থার ছাই গোডাউন

শনিবার রাতে বারাসতে ভয়াবহ অগ্নিকাণ্ড। চাঁপাডালি মোড়ের কাছে পীরগাছা শিমুলতলায় অবস্থিত একটি অনলাইন বিপণি সংস্থার গোডাউন-সহ অন্য কয়েকটি গোডাউনে আগুন লাগে। বেশ কয়েক ঘণ্টা কেটে গেলেও আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। দমকলের দশটি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু প্রচুর পরিমাণে দাহ্য বস্তু থাকায় আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে বাহিনীকে। অন্যদিকে, দমকল আসতে দেরি করছে বলে দাবি স্থানীয়দের একাংশের । গোডাউনের ভিতর থেকে একাধিকবার বিস্ফোরণের শব্দও শোনা গিয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে রাতের দিকে ঘটনাস্থলে আসেন বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। পৌঁছন পুলিশ সুপার-সহ জেলা পুলিশের পদস্থ কর্তারাও। আগুন নেভাতে গিয়ে দমকলের এক কর্মী অসুস্থ হয়ে পড়েন। তাঁর শারীরিক পরিস্থিতির খোঁজ-খবর নেন পেশায় চিকিৎসক কাকলি। সাংবাদিকদের সাংসদ বলেন,” আগুন ক্রমশ ভয়াবহ চেহারা নিচ্ছে। দমকল মন্ত্রী সুজিত বসুর সঙ্গে এ নিয়ে আমার কথা হয়েছে। আগুন নেভাতে দমকলের আরও কয়েকটি ইঞ্জিন পাঠানো হবে বলে তিনি জানিয়েছিলেন। সেই মতো দমকলের একের পর এক ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে।” পুলিশ সুপার বলেন, “রাত সাড়ে নটা পর্যন্ত দমকলের 10টি ইঞ্জিন এসেছে। ঘটনাস্থলে কেউ আটকে নেই। গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে । বারাসতের চাঁপাডালি মোড় থেকে খানিকটা এগিয়ে টাকি রোডের কাছে বেশকিছু কারখনা ও গোডাউন তৈরি হয়েছে । এদিন সন্ধ্যা সাতটা নাগাদ সেখানেই আচমকা আগুন লেগে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তার জেরে বিভিন্ন গোডাউনে থাকা ফ্রিজ থেকে শুরু করে এসি মেশিন-সহ বিভিন্ন সামগ্রী পুড়ে ছাই হয়ে যায় বলে জানা গিয়েছে। আগুন সম্পুূর্ণ নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যাবে । গোডাউন সংলগ্ন কয়েকটি বাড়িও আগুনে ক্ষতিগ্রস্থ হয়েছে বলে খবর ।