রবিবার সকালে আনন্দপুরের বস্তিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড। পুড়ে ছাই একাধিক দোকান, ঘর। বিপুল ক্ষতির জেরে ঘটনাস্থলে হাহাকার স্থানীয়দের।রবিবার সকাল সাড়ে ১০টা নাগাদ আগুন লাগে বাইপাসের ধারে আনন্দপুরের এক বস্তিতে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন। এখনও পর্যন্ত হতাহতের খবর নেই। কিন্তু ভস্মীভূত ৫০টির বেশি ঘর, দোকান।বস্তিতে অগ্নিকাণ্ডের জেরে বহু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বিপাকে পড়েছেন। আগুনে অ্যাডমিট কার্ড, বই সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে। রাস্তায় দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েছেন পড়ুয়ারা।জানা গিয়েছে, বস্তির কোনও একটি দোকানের সিলিন্ডার ফেটে ঘটছে বিস্ফোরণ ঘটেছে। একের পর এক বিস্ফোরণের জেরে আগুন ঝুপড়িতে ছড়িয়ে পড়ে। আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি।