দেশ বিদেশ

প্রথম ভারতীয় হিসেবে মরিশাসের সর্বোচ্চ নাগরিক সম্মান পেলেন প্রধানমন্ত্রী মোদি

মরিশাসের প্রধানমন্ত্রী নবীনচন্দ্র রামগুলাম মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ‘দ্য গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অ্যান্ড কি অফ দ্য ইন্ডিয়ান ওশান’ প্রদানের ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী মোদী প্রথম ভারতীয় হিসেবে মরিশাসের সর্বোচ্চ সম্মান পেলেন। পোর্ট লুইসে এক ভারতীয় সম্প্রদায়ের অনুষ্ঠানে রামগুলাম এই ঘোষণা করেন। প্রধানমন্ত্রী মোদী দুই দিনের মরিশাস সফরে আছেন, যেখানে তিনি মরিশাসের রাষ্ট্রপতি ধরমবীর গোখুলের সাথে দেখা করেছেন। এই সময়কালে, তিনি মরিশাসের রাষ্ট্রপতিকে অনেক কিছু উপহার দিয়েছেন, যার মধ্যে রয়েছে মহাকুম্ভের সঙ্গমের জল এবং সুপার ফুড মাখানা। এছাড়াও, প্রধানমন্ত্রী গোখুলের স্ত্রী বৃন্দা গোখুলকে একটি বেনারসি সিল্ক শাড়ি উপহার দেন।  প্রধানমন্ত্রী মোদী বলেন, এখানে আসার পর আমার মনে হচ্ছে আমি আমার নিজের মানুষের মধ্যে এসেছি। আমি বিনীতভাবে মরিশাসের সর্বোচ্চ সম্মান গ্রহণ করছি। দুই দেশের সম্পর্কের মধুরতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ভারত এবং মরিশাসের একটি অভিন্ন ইতিহাস রয়েছে।