কলকাতা

এবার থেকে মাত্র ১৫ দিনে ঠিকা প্রজাদের বাড়ি তৈরির অনুমোদন, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

ঠিকা প্রজাদের বাড়ি তৈরির ক্ষেত্রে যাতে কোনও সমস্যায় না পড়তে হয় সেজন্য ইতিমধ্যেই একাধিক নিয়মের সরলীকরণ করা হয়েছিল। কিন্তু, তা সত্বেও প্রায় তিন হাজার আবেদন পড়ে আছে বলে জানা গিয়েছে। এই অবস্থায় ঠিকা প্রজাদের বাড়ি তৈরির জন্য ১৫ দিনের মধ্যে সমস্ত অনুমোদন দেওয়ার কাজ শেষ করার নির্দেশ দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। একইসঙ্গে সাড়ে তিন হাজার কেসের যাতে দ্রুত নিষ্পত্তি করার ব্যবস্থা করা হয় সেজন্য পৌর ও নগরোন্নয়ন দফতরের প্রধান সচিব খলিল আহমেদকেও নির্দেশ দিয়েছেন তিনি। শনিবার কলকাতায় ‘টক টু মেয়র’ অনুষ্ঠান চলাকালীন এই নির্দেশ দেন ফিরহাদ হাকিম। উল্লেখ্য, ঠিকা প্রজাদের বাড়ি তৈরির ক্ষেত্রে যাতে কোনও সমস্যা তৈরি না হয় সেজন্য ঠিকা সেল তৈরি করার নির্দেশ দিয়েছিলেন ফিরহাদ। এর মূল উদ্দেশ্য ছিল ঠিকা সমস্যার সমাধান। ফিরহাদ হাকিম বলেন, “লিগাল হেয়ারের ক্ষেত্রে অনুমোদন পেতে বিশেষ সমস্যা হয় না। কারণ এক্ষেত্রে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের থেকে প্রাপ্ত নথি এবং কাউন্সিলরের চিঠি প্রয়োজন হয়। আর তা থাকলেই পাওয়া যায় অনুমোদন।” মেয়রের সংযোজন, “অযথা তিন হাজার কেস আটকে ছিল। আগের যিনি ঠিকা কন্ট্রোলার ছিলেন তিনি ফেলে রেখেছিলেন। দ্রুত যাতে এই সমস্যার সমাধান হয় সেজন্য আমি খলিল আহমেদ সাহেবকে বলেছি।” তবে ঠিকা প্রজাদের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু শর্ত মানতে হবে। মেয়র এই প্রসঙ্গে বলেন, “ঠিকা প্রজাদের এটা মাথায় রাখতে হবে যাঁরা ভাড়াটে রয়েছেন তাঁদের কোনওমতে উচ্ছেদ করা যাবে না।”