পহেলগাঁওয়ে জঙ্গি হামলার বিচার হবেই ৷ আমেরিকা সফরে এসে আরও একবার এই বার্তাই দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ তিনি জানান, অপারেশন সিঁদুর করে ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিয়েছে ৷ বুঝিয়ে দিয়েছে, সন্ত্রাসের সঙ্গে কোনও আপস করা হবে না ৷ কোয়াড ভক্ত দেশগুলির প্রতিরক্ষা মন্ত্রীদের একটি সম্মেলনে যোগ গিতে এখন ওয়াশিংটনে এসেছেন বিদেশমন্ত্রী ৷ সেখানে একটি সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “জঙ্গিদের যারা মদত দেয় তারা কোনওভাবেই পার পাবে না ৷ গোটা পৃথিবীকে এই বার্তা দিতেই আমরা অপারেশন সিঁদুর করেছিলাম ৷ জঙ্গি থেকে শুরু করে তাদের যারা মদত করে কাউকে আমরা ছাড়ব না ৷ আমি আশা করি, আমাদের বক্তব্য বুঝতে কারও কোনও সমস্য়া হয়নি ৷ কোয়াডের তরফে এই মর্মে বিবৃতি জারি করা হয়েছে ৷ তার আগে 22 এপ্রিল পহেলগাঁওয়ে হামলা পর রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের তরফেও 25 এপ্রিল এ কথা জানিয়ে বিবৃতি জারি করা হয়েছিল ৷” জয়শঙ্কর ছাড়াও আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও, অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং এবং জাপানের বিদেশমন্ত্রী তাকেশি আইওয়া একত্রে এই বিবৃতি জারি করেছেন ৷ তাতে বলা হয়েছে, জঙ্গি কার্যকলাপ করতে যারা অর্থ সাহায্য করে কিংবা অন্য কোনওভাবে জঙ্গিদের পাশে থাকে তাদেরও বিচার প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসতে হবে ৷ এই প্রসঙ্গে রাষ্ট্রসঙ্ঘের সমস্ত দেশগুলিকে আন্তর্জাতিক আইন মেনে এবং নিরাপত্তা পরিষদের প্রস্তাব মেনে ব্যবস্থা নিতে হবে ৷
