বিজ্ঞান-প্রযুক্তি

এবার ফেসবুক থেকে ১১ হাজারেরও বেশি কর্মী ছাঁটাই

ফেসবুক অনেকদিন আগেই WhatsApp এবং Instagram সবটাই কিনে নিয়েছে। কিন্তু তা সত্ত্বেও এবার বন্ধ হতে বসেছে ফেসবুক! গত সেপ্টেম্বর মাস পর্যন্ত গোটা বিশ্বজুড়ে ফেসবুকের মূল কোম্পানি মেটা সংস্থার কর্মী সংখ্যা ছিল প্রায় ৮৭ হাজার। কিন্তু গত দু মাস পর কর্মী সংখ্যা এসে দাঁড়ালো প্রায় ৭৬ হাজার। সম্প্রতি বিদেশী জার্নাল অনুযায়ী উঠে এসেছে, বুধবার ফেসবুক প্রায় ১১,০০০ কর্মী ছাঁটাই করেছে। সৌজন্যে, গোটা বিশ্ব জুড়ে তাঁদের গ্রাহক সংখ্যার অবনতি এবং বিভিন্ন বিজ্ঞাপন কোম্পানি ফেসবুক থেকে তাঁদের বিজ্ঞাপণ উঠিয়ে নিচ্ছে। কারণ ইউরোপীয় কান্ট্রির মানুষরা ফেসবুক থেকে বেশি টিকটক অ্যাপ্লিকেশনের উপর ঝুঁকছে। ফলে ফেসবুক গ্রাহক সংখ্যা দিনের পর দিন কমছে। ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের মতে এমনটা চলতে থাকলে আগামী বছরে ফেসবুকের রোজগার বহুল অংশে কমে যাবে। ফলে ব্যবসার প্রায় কয়েকশো কোটি ক্ষতি হয়ে যেতে বাধ্য। এত কিছু বিবেচনা করেই প্রায় ১্‌০০০ মেটা কর্মচারী বরখাস্ত করল ফেসবুক। এই প্রসঙ্গে মার্ক জুকারবার্গ বলেছেন, “আজ আমাদের করা সবচেয়ে কঠিন পরিবর্তনের বিষয়ে কিছু তথ্য শেয়ার করতে চলেছি। আমি আমাদের দলের গঠন প্রায় ১৩% কমানোর সিদ্ধান্ত নিয়েছি এবং আমাদের ১১ হাজারের বেশি প্রতিভাবান কর্মচারীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছি। আরও কয়েকটি পদক্ষেপ নিয়েছি। আমি জানি যে, এটি প্রত্যেকের জন্য কঠিন, যারা ভীষণ খারাপভাবে প্রভাবিত হয়েছেন। তাঁদের জন্য আমি বিশেষভাবে দুঃখিত।” মার্ক জুকারবার্গ এও জানান, গোটা বিশ্ব ডিজিটাল মাধ্যমের প্রতি এতটাই সক্রিয় হয়ে গিয়েছিলেন যে ই-কমার্সের ঊর্ধ্বগতির ফলে আয় দারুণভাবে বৃদ্ধি পেয়েছিল। অনেকে ভেবেছিলেন যে, মহামারী শেষ হওয়ার পরেও হয়তো ই কমার্সের সাফল্য একইভাবে অব্যাহত থাকবে। আমিও করেছি, তাই আমি আমাদের বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু দুর্ভাগ্যবশত, এটির ফলাফল অপ্রত্যাশিতভাবে ছিল। যার ফলে আমাদের শুধু অনলাইন বাণিজ্যের ক্ষতি হয়েছে তা নয়, সামষ্টিক অর্থনৈতিক মন্দা, বর্ধিত প্রতিযোগিতা এবং বিজ্ঞাপন সংকেত অনেক পরিমাণে কমে গিয়েছে। যার জন্যে আমাদের আয় প্রত্যাশার চেয়ে অনেক কমে গিয়েছে। তাই আমরা আমাদের ব্যবসা জুড়ে খরচ কমালাম। এবার আমাদের দক্ষতা বাড়ানোর জন্যে দলগুলিকে পুনর্গঠন করছি। তাই আমরা কর্মী ছাঁটাই-এর মতো একটুও দেওয়ার কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। আমরা তাঁদের ১৬ সপ্তাহের বেস পে দেব। এছাড়া আমরা অবশিষ্ট PTO সময়ের মধ্যে প্রদান করব। স্বাস্থ্য বীমা, এছাড়া আমরা ছয় মাসের জন্য তাঁদের পরিবারের স্বাস্থ্যসেবার খরচ বহন করব। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে, সমর্থন একই থাকবে এবং আমরা শীঘ্রই স্থানীয় কর্মসংস্থান আইনগুলিকে অনুসরণ করব। আমরা আজকে চলে যাওয়া লোকেদের জন্য বেশিরভাগ মেটা সিস্টেমের অ্যাক্সেস সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু আমরা সারাদিন ইমেল ঠিকানা সক্রিয় রাখছি যাতে সবাই বিদায় জানাতে পারে৷ আমরা পরের বছর কম লোক নিয়োগের পরিকল্পনা করছি। আমরা আমাদের ব্যবসায়িক দলগুলিকে উল্লেখযোগ্যভাবে পুনর্গঠন করছি। যারা চলে যাচ্ছেন, আপনারা প্রত্যেকেই মেটাকে সফল করতে সাহায্য করেছেন এবং আমি এর জন্য কৃতজ্ঞ। আমি নিশ্চিত আপনারা আরও ভাল জায়গায় দুর্দান্ত কাজ করবেন। মৌলিকভাবে, আমরা দুটি কারণে এই সমস্ত পরিবর্তন করছি: আমাদের আয়ের দৃষ্টিভঙ্গি এই বছরের শুরুতে আমাদের প্রত্যাশার চেয়ে কম হয়েছে, এবং আমরা নিশ্চিত করতে চাই যে আমরা অ্যাপস এবং রিয়েলিটি ল্যাবগুলির সঙ্গে দক্ষতাপূর্ণ হয়ে কাজ করব। আমি আপনাদের অবদানের জন্য কৃতজ্ঞ।”