কলকাতা

থার্ড লাইনে সমস্যার জেরে দমদম থেকে দক্ষিণেশ্বরের মধ্যে বন্ধ মেট্রো পরিষেবা

বৃহস্পতিবার দুপুরে লাইনে বিভ্রাটের খবর মেলা মাত্রই হঠাৎই বন্ধ হয়ে যায় দমদম থেকে দক্ষিনেশ্বরের মেট্রো পরিষেবা ৷ মেট্রোরেল কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছে, নোয়াপাড়া ও বরানগরের মাঝখানে সমস্যা দেখা দিয়েছে৷ মেট্রোর থার্ড লাইনে এ দিন দুপুর ২ টো ৫ মিনিট নাগাদ সেই সমস্যা চোখে পড়ে৷ তারপর দুপুর ২টো ১৮ মিনিট থেকে পাওয়ার ব্লক করা হয়৷ সেই কারণেই ওই লাইনে মেট্রো পরিষেবা বন্ধ রয়েছে৷ মেট্রো সূত্রে খবর, মেট্রো লাইনে কোনও ফরেন পার্টিকেল বা বাইরের জিনিস এসে পড়ায় এই সমস্যা দেখা দিয়েছে৷ আপাতত তাই দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু রয়েছে৷ চার ঘণ্টা কেটে গেলেও দমদম থেকে দক্ষিণেশ্বর লাইনে মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়নি। বিকেল ৫টা ২২ মিনিটে দমদম থেকে নোয়াপাড়া পর্যন্ত মেট্রো চালু করা গিয়েছে। তবে দক্ষিণেশ্বর পর্যন্ত এখও মেট্রো চালু হয়নি। দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ থাকায় বিপাকে পড়েছিলেন নিত্যযাত্রীরা।