মমতা বন্দ্যোপাধ্যায় বার বারই অভিযোগ করছিলেন বেছে বেছে সংখ্যালঘু উন্নয়নে কাজ করা স্বেচ্ছাসেবী সংস্থা বা এনজিও গুলিরই কি বিদেশি অনুদান পাওয়ার রাস্তা বন্ধ করে দিচ্ছে কেন্দ্রের মোদি সরকার। বিদেশি অনুদান পাওয়ার যোগ্যতা বা এফসিআরএ তালিকা থেকে মিশনারিজ অব চ্যারিটি ছাড়াও বাদ পড়েছিল জামিয়া মিলিয়া ইসলামিয়া, ইন্ডিয়া ইসলামিক কালচারাল সেন্টর, ইন্দিরা গান্ধী ন্যাশানাল সেন্টার ফর আর্টস স হ অন্যান্য নাম করা সংস্থাগুলি। যে সব বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা বিদেশি অনুদান পায়, কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে তাদের বিদেশি অনুদান পাওয়ার ছাড়পত্র ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছিল। কিন্তু সেই তালিকা থেকে বাদ পড়েছিল মাদার টেরিজার মিশনারিজ অব চ্যারিটি। সংস্থার অ্যাকাউন্ট ফ্রিজ করারও অভিযোগ উঠেছিল। যদিও শনিবার সেই তালিকায় মাদার টেরিজার সংস্থাকে ফেরানো হয়েছে। দুই সপ্তাহ বাদে বিদেশ অনুদান পাওয়ার যোগ্যতার তালিকায় ফেরানো হল পৃথিবী বিখ্যাত সংস্থাটিকে। শনিবার এফসিআরএ-র ওয়েবসাইটে দেখা গিয়েছে মিশনারিজ অব চ্যারিটির নাম।