দেশ

মহারাষ্ট্রে পরিযায়ী শ্রমিকদের পিষে দিল মালবাহী ট্রেন, মৃত ১৬

মৃত পরিযায়ী শ্রমিকদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা

লকডাউনের মাঝে মর্মান্তিক দুর্ঘটনা। হেঁটে মহারাষ্ট্র থেকে মধ্যপ্রদেশের বাড়িতে ফেরার চেষ্টা করেছিলেন শ্রমিকদের একটি দল। দীর্ঘ পথ হাঁটার পর ক্লান্তির জেরে ভোরের দিকে রেলট্র্যাকের উপরেই তাঁরা ঘুমিয়ে পড়েন। সেসময়ই ঘটে গেল বিপত্তি। ঔরঙ্গাবাদের কাছে একটি মালগাড়ির ধাক্কায় ১৬ জনের মৃত্যু হল ঘটনাস্থলে। জখম অন্তত ৫ জন। ঘটনার খবর পেয়ে সেখানে যান রেল আধিকারিকরা। দেওয়া হয়েছে তদন্তের নির্দেশ। ঔরঙ্গাবাদে মালগাড়ির ধাক্কায় মৃত পরিযায়ী শ্রমিকদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করল মহারাষ্ট্র সরকারের।