দেশ

জম্মু-কাশ্মীরের পুঞ্চে সেনাবাহিনী গুলিতে খতম জঙ্গি

ফের সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল সেনাবাহিনী। আজ, রবিবার সকালে জম্মু-কাশ্মীরের পুঞ্চে ভারত-পাক সীমান্তে এক অনুপ্রবেশকারী জঙ্গিকে নিকেশ করেছে সেনাবাহিনী। গতকাল, শনিবার মধ্যরাত থেকেই ওই এলাকায় কিছু জঙ্গি ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল। সেই গতিবিধি লক্ষ্য করা মাত্রই গুলি চালায় জওয়ানরা। পাল্টা সীমান্তের ওপার থেকে গুলি চালাতে থাকে ওই জঙ্গিরা। দীর্ঘক্ষণ গুলির লড়াইয়ের শেষে আজ, রবিবার এক জঙ্গিকে নিকেশ করেছে জওয়ানরা। গোটা এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। চলছে তল্লাশি।