কলকাতা

ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি জ্যোতিপ্রিয় মল্লিক

২২ ঘণ্টার ম্যারাথান জেরা। রেশন দুর্নীতিকাণ্ডে ইডি-র হাতে গ্রেফতার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।  আজ, শুক্রবার ধৃতকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করে ইডি। প্রাক্তন খাদ্যমন্ত্রীকে ৬ নভেম্বরে পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেন বিচারক। তখন কাঠগড়ায় সামনেই দাঁড়িয়েছিলেন। বিচারকের নির্দেশ শোনার পর এজলাসেই জ্ঞান হারান জ্যোতিপ্রিয় মল্লিক। এমনকী, বমিও করে ফেলেন জামায়। আদালত সূত্রে তেমনই খবর। এদিকে পরিস্থিতি খতিয়ে দেখার পর ২৪ ঘণ্টার মধ্যে কমান্ড হাসপাতালকে মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দেন ব্যাঙ্কশাল আদালতের বিচারক তনুময় কর্মকার। পরে অবশ্য মন্ত্রীকে পরিবারের পছন্দমতো বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি নির্দেশ দেওয়া হয়। আদালতের আরও নির্দেশ, বাড়ির খাবার পাবেন জ্যোতিপ্রিয় মল্লিক। দিনে একঘণ্টা করে আইনজীবীর সঙ্গে দেখা করতে পারবেন মন্ত্রী।