ফের করোনায় আক্রান্ত হলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। গতকাল রাতে তাঁর রিপোর্ট পজিটিভ আসে। তবে শ্বাসকষ্টজনিত কোনও সমস্যা নেই। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন তিনি। উল্লেখ্য, ২০২১ সালের মে মাসেও করোনায় আক্রান্ত হয়েছিলেন দমকল মন্ত্রী সুজিত বসুষ তবে সেবার তিনি কোভিড আক্রান্ত হলেও উপসর্গ ধরা পড়েনি। তবে সেবার মন্ত্রীর পরিবারের পরিচারিকা প্রথমে অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁর সোয়াব টেস্ট করতেই রিপোর্ট পজিটিভ আসে। এরপরেই মন্ত্রীর পরিবার ফুলবাগান থানা এলাকায় ইএম বাইপাস এলাকার একটি বেসরকারি হাসপাতালে কোভিড টেস্ট করাতে গিয়েছিলেন মন্ত্রী সহ পরিবার। তারপরেই তাঁদের কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। তবে এবার ফের কোভিড রিপোর্ট পজিটিভ আসতেই দমকল মন্ত্রীকে নিয়ে চিন্তায় অনুগামীরা।