দেশের আইপিএস অফিসারদের অস্থাবর সম্পত্তির খতিয়ান জমা দেওয়ার নির্দেশ দিল স্বরাষ্ট্র মন্ত্রক। গত ১১ ডিসেম্বর এব্যাপারে নির্দেশিকাও জারি করেছে মন্ত্রক। সেখানে আগামী ৩১ জানুয়ারির মধ্যে অনলাইনে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের আইপিএসদের ২০২৩ সালের অস্থাবর সম্পত্তির খতিয়ান জমা দিতে বলা হয়েছে। কোন ওয়েবসাইটে গিয়ে অস্থাবর সম্পত্তির হিসেব জমা দিতে হবে, সেটিও ওই নির্দেশিকায় উল্লেখ করেছে অমিত শাহের মন্ত্রক। দুর্নীতি রোধেই কেন্দ্রের এই পদক্ষেপ। নতুন বছরের শুরুতেই মোদি সরকারের আতসকাচের নীচে সরকারি আধিকারিকদের সম্পত্তি।