শহর কলকাতায় ঘুরে বেড়াবার স্থানের অভাব নেই। তার মধ্যে অন্যতম হল EM Bypass’র ধারে গড়ে ওঠা সায়েন্স সিটি। বৃহস্পতিবার জাতীয় প্রযুক্তি দিবসে সর্বসাধারণের জন্য সেখানেই খুলে দেওয়া হল মিসাইল পার্ক-এর দরজা। দেশের Missile Development Programme- কে তুলে ধরার উদ্দেশ্যে প্রমাণ মাপের মিসাইল দিয়ে সাজানো হয়েছে এই পার্ক। ভারতের ৬টি ফ্ল্যাগশিপ মিসাইলের রেপ্লিকাও রাখা হয়েছে সেখানে। এই ৬টি মিসাইল হল – ব্রহ্মস, পৃথ্বী, মিশন শক্তি, আকাশ, অস্ত ও নাগ। পাশাপাশি এই পার্কে থাকছে দেশের মিসাইলম্যান তথা প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালামের মূর্তিও। দর্শনার্থীরা এই মূর্তির সামনে গিয়ে দাঁড়ালেই ভারতের মিসাইল প্রোগ্রাম সম্পর্কে বেজে উঠবে অডিও ক্লিপ। আপাতত হিন্দি-ইংরেজিতেই শোনা যাচ্ছে, খুব শীঘ্রই বাংলাতেও শোনা যাবে এই ক্লিপ। তবে প্রতিটি মিসাইলের গায়ে ৩ ভাষায় সংক্ষিপ্ত বিবরণ লেখা রয়েছে। ১৯৬০ সালে ভারতে Missile Development Programme শুরু হয়েছিল DRDO’র মাধ্যমে। পরে ১৯৮৩ সালে হয়দরাবাদের এ পি জে আব্দুল কালামের নেতৃত্বে Integrated Guided Missile Development Programme শুরু হয়। এই প্রোগ্রামের হাত ধরেই পৃথ্বী, অগ্নি, আকাশ ও নাগ তৈরি হয়েছিল। সুপারসনিক ক্রুজ মিসাইল ‘ব্রহ্মস’ ও অ্যান্টি স্যাটেলাইট ক্ষেপণাস্ত্র ‘মিশন শক্তি’ তৈরির মাধ্যমে মিসাইল প্রযুক্তিতে বিশ্বের মানচিত্রে জায়গা করে নেয় ভারত। এই পার্ক নিয়ে সায়েন্স সিটি-র Director অনুরাগ কুমার জানিয়েছেন, ‘সাধারণতন্ত্র দিবসে মানুষ টিভির পর্দায় যা দেখেন, সেটাই সায়েন্স সিটিতে এবার থেকে চাক্ষুষ করা যাবে। আশা করি, এই মিসাইল পার্ক তরুণ প্রজন্মকে কেরিয়ার হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তিকে বেছে নিতে উত্সাহ দেবে। এই মিসাইল পার্ক দেখার জন্য আলাদা করে কোনও টিকিট লাগবে না।’