দেশ

মিজোরামে শুরু ভোটগ্রহণ

মঙ্গলবার সকাল থেকে ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে মিজোরামে। বিধানসভা নির্বাচনের জন্য ৪০টি আসনে চলছে ভোটগ্রহণ। মিজোরামে মোট ভোটার সংখ্যা ৮.৫৭ লাখেরও বেশি। সকাল থেকে কঠোর নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ। মোট প্রার্থীর সংখ্যা ১৭৪। মোট মহিলা প্রার্থীর সংখ্যা ১৮ জন। মিজো ন্যাশনাল ফ্রন্ট (এমএনএফ), প্রধান বিরোধী দল জোরাম পিপলস মুভমেন্ট (জেডপিএম) এবং কংগ্রেস ৪০ টি আসনে প্রার্থী দিয়েছে। বিজেপি ২৩টি এবং আম আদমি পার্টি ৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। ২৭ জন নির্দল প্রার্থী ভোটে লড়ছেন। এদিন সকালে ভোট দিতে যান মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা। কিন্তু এদিকে ইভিএম মেশিন খারাপ থাকার জন্য, ভোট দিতে পারলেন না বলে জানিয়েছেন মিজোরামের মুখ্যমন্ত্রী।