কলকাতা

বিধানসভায় অসুস্থ হয়ে সংজ্ঞাহীন তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী, এসএসকেএমে চিকিৎসাধীন

সোমবার বিধানসভায় অসুস্থ হয়ে পড়ে যান বিধায়ক মনোরঞ্জন ব্যাপারি। বিধানসভার লবিতে হঠাৎই পড়ে যান তিনি। তারপরে সংজ্ঞাহীন হয়ে পড়েন। তৃণমূল বিধায়ককে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ২০২১ সালে বলাগড়ের তৎকালীন বিধায়ক অসীম মাজিকে সরিয়ে মনোরঞ্জনকে প্রার্থী করে তৃণমূল। বিজেপি প্রার্থী সুভাষচন্দ্র হালদারকে ৫,৭৮৪ ভোটে হারিয়ে বিধায়ক হন তিনি।