উত্তরপ্রদেশে এখন বিধানসভা ভোটের প্রচার তুঙ্গে। প্রায় রোজদিনই সেখানে একাধিক চমকপ্রদ প্রকল্পের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আজ একটি মেট্রো প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, ২০১৯ সালের শেষভাগে যোগী সরকার অনুমোদন দেয় ওই মেট্রো প্রকল্পের। তারপর থেকেই দ্রুতগতিতে শুরু হয়ে যায় নির্মাণকাজ। গত ১০ নভেম্বর আইআইটি, দিল্লি থেকে মতিঝিল পর্যন্ত ট্রায়াল রান শুরু হয়ে যায়। অবশেষে বিধানসভা নির্বাচনের ঠিক আগেই চালু করে দেওয়া হল মেট্রো পরিষেবা। ১১ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই মেট্রোর মোট রেলপথের দৈর্ঘ্য ৩২ কিলোমিটার। মঙ্গলবার সেই পথেই মেট্রোর সওয়ারি হলেন নরেন্দ্র মোদি। উদ্বোধনের পরে মেট্রোয় চড়লেনও তিনি। গঙ্গাগামী সেই মেট্রোয় মোদির সফরসঙ্গী ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই আক্রমণে সরব হল রাজ্যের শাসকদল তৃণমূল। টুইটে ছবি দিয়ে তৃণমূলের পক্ষ থেকে কটাক্ষের সুরে মন্তব্য করা হল- মেট্রোয় চড়ে সেই গঙ্গার দিকে মোদি এগোচ্ছেন, যে গঙ্গায় একসময়ে কোভিডে মৃতদের লাশ ভাসানো হয়েছিল।
Modi onboard Kanpur metro. Heading to the Ganga where the bodies of thousands of Covid-19 victims were abandoned. https://t.co/szlVvonK3i pic.twitter.com/xaVCpAjV9i
— All India Trinamool Congress (@AITCofficial) December 28, 2021