কলকাতা জেলা

জুনের শুরুতেই বাংলায় বর্ষা !

সময়ের আগেই বঙ্গে বর্ষা! দেড় দশকের রেকর্ড ভেঙে ২৪ মে শনিবার কেরলে বর্ষা প্রবেশ করেছে ৷ ২০০৯ সালে দেশে বর্ষা এসেছিল মে মাসের ২৩ তারিখ ৷ তারপর এই প্রথম নির্ধারিত সময়ের প্রায় সাতদিন আগে শুরু হল বর্ষার মরশুম ৷ এখানেই প্রশ্ন বঙ্গেও কি বর্ষা এগিয়ে আসবে ? উত্তর খুঁজছে আলিপুর আবহাওয়া দফতর ৷ পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেছেন, “কেরলে বর্ষা সময়ের আগে এলেই যে পশ্চিমবঙ্গেও আগে ঢুকবে এমন কোনও কথা নেই ৷ তবে আমার মনে হয় পশ্চিমবঙ্গেও বর্ষা নির্দিষ্ট সময়ের আগেই চলে আসতে পারে ৷ আমাদের রাজ্যে সাধারণত ১০ জুন বর্ষা প্রবেশ করে ৷ এবার যা সম্ভাবনা তাতে ৫-৬ দিন আগে বর্ষা আসতে পারে ৷” তার মানে জুনের শুরুতেই শুরু হতে পারে বর্ষার ইনিংস ৷ পূর্বাভাস মতো শনিবার সারাদিন আকাশ ছিল মেঘলা। দফায় দফায় মাঝারি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। সেই প্রবণতা বজায় থাকবে রবিবারও ৷ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টি হবে। উত্তরবঙ্গের আটটি জেলায় বৃষ্টির বিক্ষিপ্ত সম্ভাবনা আছে। আগামিকাল, সোমবারও উত্তরবঙ্গের সব জেলায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গেও। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে ৷ উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা এবং দুই দিনাজপুরে বেশি বৃষ্টি হবে বলে মনে করছে হাওয়া অফিস। বুধবার জলপাইগুড়ি,আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা ৷ বাকি পাঁচটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি।