দেশ

অন্ধ্রপ্রদেশে মন্থার ল্যান্ডফল শুরু, প্রবল ঝড়-বৃষ্টিতে তছনছ অন্ধ্র উপকূল, ৭ জেলায় জারি নাইট কার্ফু

ঘূর্ণিঝড় ‘মন্থা’ মঙ্গলবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া ও মাচিলিপটনমের মধ্যবর্তী উপকূলে আছড়ে পড়তে চলেছে। সেইমতো মান্থার ল্যান্ডফল শুরু হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের উপকূলবর্তী এলাকায় প্রবল বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও জলোচ্ছ্বাস শুরু হয়েছে। প্রশাসন জানিয়েছে, ঝড়ে এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে, এবং ক্ষতিগ্রস্ত অঞ্চলে রিলিফ ক্যাম্প ও উদ্ধার কেন্দ্র খোলা হয়েছে। ঘূর্ণিঝড়ের তীব্রতা বিবেচনায় রাজ্য সরকার সাতটি জেলায় রাতের কার্ফু ও যান চলাচলে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে। এই নির্দেশ অনুযায়ী, মঙ্গলবার রাত ৮টা ৩০ মিনিট থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত সমস্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে। শুধুমাত্র জরুরি চিকিৎসা পরিষেবা এই বিধিনিষেধের আওতার বাইরে থাকবে। নিষিদ্ধ ঘোষিত সাত জেলা হল— কৃষ্ণা, এলুরু, পূর্ব গোদাবরী, পশ্চিম গোদাবরী, কাকিনাড়া, ড. বি.আর. আম্বেদকর কোনাসীমা, এবং আল্লুরি সীতারাম রাজু জেলার চিন্তুরু ও রাম্পাচোদাভরম বিভাগ। রাজ্য সরকারের তথ্য ও গণসংযোগ দপ্তরের পরিচালক এক সরকারি আদেশে বলেন, “বাসিন্দাদের বাড়ির ভেতরে থাকতে, অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে এবং সরকারি সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।” অন্ধ্র প্রশাসন উপকূলবর্তী নিম্নভূমির মানুষদের অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিয়ে যাচ্ছে। সমস্ত মাছ ধরার নৌকা ও বোট চলাচল স্থগিত করা হয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুলিশ ও স্বেচ্ছাসেবীরা স্ট্যান্ডবাই অবস্থায় রয়েছে।