শক্তিশালী ভূমিকম্পে তছনছ জাপান। আছড়ে পড়েছে সুনামির ঢেউও। ভূমিকম্পের দুইদিন পরও ধ্বংসস্তূপের মাঝে প্রিয়জনদের খুঁজে চলেছেন বাসিন্দারা। এরইমধ্যে ফের বিপদের সতর্কতা। জাপান প্রশাসনের তরফে ফের ভূমিকম্পের সতর্কতা জারি করা হল। পাশাপাশি ভারী বৃষ্টি ও হড়পা বানেরও সতর্কতা জারি করা হয়েছে। ভূমিকম্পে এখনও অবধি ৬২ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে জাপান প্রশাসনের তরফে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ১ জানুয়ারির ভূমিকম্পের পর থেকে, এখনও অবধি ১৫৫ বার কম্পন অনুভূত হয়েছে জাপানের বিভিন্ন জায়গায়। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নোটো উপকূল। শতাধিক বাড়ি ভেঙে পড়েছে সেখানে। জাপান সরকার জানিয়েছে, মঙ্গলবার অবধি ভূমিকম্পে ৬২ জনের মৃত্যুর খবর মিলেছে। গুরুতর জখম হয়েছেন ২২ জন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ক্রমাগত আফটারশক হচ্ছে জাপানে। আবহাওয়াও খারাপ হচ্ছে। প্রবল শৈতপ্রবাহের পাশাপাশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। বৃষ্টি হলে হড়পা বানও নামতে পারে।