ঘোষিত হল ICSE ও ISC-র রেজাল্ট ৷ ঘোষণা মতোই দুপুর তিনটেয় ফলাফল ঘোষণা করল কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন (CISCE) ৷ চলতি বছর কোনও মেধা তালিকা প্রকাশ করল না বোর্ড । যেহেতু আবারও পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে এবং তার সঙ্গে যেহেতু staistical ফরমুলাতে ফলপ্রকাশ তাই। সারা দেশ থেকে এবছর ICSE দশমের পরীক্ষায় বসে ছিলেন ২,০৭, ৯০২ পরীক্ষার্থী৷ এর মধ্যে ১ লক্ষ ১২ হাজার ৬৬৮ অর্থাৎ ৫৪.১৯ শতাংশ ছেলে ও ৯৫ হাজার ২৩৪ জন অর্থাৎ ৪৫.৮১ শতাংশ মেয়ে ৷ এর মধ্যে ২ লক্ষ ৬ হাজার ৫২৫ জন পাশ করেছে ৷ অসফল ১৩৭৭ জন ৷পশ্চিমবঙ্গ অর্থাৎ এ রাজ্য থেকে ICSE দশমের পরীক্ষা দিয়েছিলেন ৩৭ হাজার ২৫৮জন পরীক্ষার্থী ৷ এর মধ্যে ২০,৭৮৩ জন ছেলে ও ১৬, ৪৭৫ জন পরীক্ষার্থী মেয়ে ৷ এরাজ্য থেকে সফল হয়েছেন ৩৬,৯২০ জন পড়ুয়া ৷ অসফল ৩৩৮ জন ৷ফলপ্রকাশের পর শুভেচ্ছাবার্তা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে লেখেন, ‘‘২০২০ সালের ICSE ও ISC-র পরীক্ষার্থীদের শুভেচ্ছা ৷ এবছর তোমরা যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছ তা যেন ভবিষ্যতের শিক্ষা হয়ে ওঠে ৷ শিক্ষক ও অভিভাবকদেরও অভিনন্দন এই পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার জন্য ৷ ভালো থেকো, তোমাদের স্বপ্নপূরণ হোক ৷’’