জেলা

তিস্তার জলে ভেসে এসেছিল মর্টার, ভয়াবহ বিস্ফোরণ প্রাণ গেল ২ শিশুর

সন্ধ্যায় ময়নাগুড়িতে ভয়াবহ বিস্ফোরণ। ময়নাগুড়ির চাপাডাঙা পোস্ট অফিসের কাছে এই বিস্ফোরণটি হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। সূত্রের খবর, ঘটনায় মৃত্যু হয়েছে ২ শিশুর। আহত হয়েছে আরও বেশ কয়েকজন। প্রসঙ্গত, একদিন আগেই তিস্তায় হড়পা বানে ভয়ঙ্কর বিপর্যয়ের মুখে পড়েছিল উত্তরবঙ্গ। সেই রেশ এখনও কাটেনি। বিধ্বস্ত সিকিম থেকে বাংলার বিস্তৃর্ণ এলাকা। সূত্রের খবর, তিস্তার জলে ভেসে আসা মর্টার বাড়িতে এনেছিলেন এক ব্যক্তি।