দেশ

ফের বাড়ল মাদার ডেয়ারি দুধের দাম

মূল্যবৃদ্ধির বাজারে গৃহস্থকে আঁতকে দিয়ে ফের বাড়ল মাদার ডেয়ারি দুধের দাম। ফুল ক্রিম ও টোকেন মিল্কের দাম বাড়াল মাদার ডেয়ারি। রবিবার দিল্লি-এনসিআর অঞ্চলে ফুল ক্রিম দুধের দাম লিটার প্রতি ১ টাকা বাড়িয়েছে মাদার ডেয়ারি। অন্যদিকে টোকেন দুধের দাম লিটার প্রতি ২ টাকা বাড়িয়েছে সংস্থা। সংশোধনের পরে, মাদার ডেয়ারির ফুল ক্রিম দুধের দাম এখন প্রতি লিটারে ৬৪ টাকা এবং টোকেন দুধের দাম প্রতি লিটার প্রতি ৪৮ টাকা থেকে বেড়ে ৫০ টাকা হবে। তবে, মাদার ডেয়ারির মুখপাত্র রবিবার জানিয়েছেন, ফুল ক্রিম দুধের ৫০০ মিলি প্যাকের দামে কোনও পরিবর্তন করা হবে না।