দেশ

রাষ্ট্রপতি ভবনের নাম মুঘল গার্ডেন এখন থেকে অমৃত উদ্যান

মুঘলসরাই স্টেশনের নাম বদলে করা হয়েছিল দিন দয়াল উপাধ্যায় জংশন৷ রাজ পথ হয়ে গিয়েছে কর্তব্য পথ৷ এবার বদলে গেল রাষ্ট্রপতি ভবনের বিখ্যাত মুঘল গার্ডেনের নামও৷ মুঘল গার্ডেনের নতুন নাম হল অমৃত উদ্যান৷ শনিবারই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার৷স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে অমৃত মহোৎসব কর্মসূচি গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার৷ তার সঙ্গে সামঞ্জস্য রেখেই মুঘল গার্ডেনের নাম রাখা হল কর্তব্য উদ্যান৷ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ডেপুটি প্রেস সেক্রেটারি নভিকা গুপ্ত জানান, রাষ্ট্রপতি ভবনের অন্দরের সবকটি উদ্যান মিলিয়ে একটি নাম রাখা হল- অমৃত উদ্যান। রাষ্ট্রপতি নিজেই এই নামকরণ করেছেন৷আগামী ২৯ জানুয়ারি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই অমৃত উদ্যানের উদ্বোধন করবেন৷ এর পর ৩১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত দু’ মাস রাষ্ট্রপতি ভবনের এই বাগানগুলি দর্শকদের জন্য খোলা থাকবে৷