কলকাতা

পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা মুকুলের, স্পিকারকে ই-মেলে পাঠালেন পদত্যাগপত্র

বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি)-র চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন মুকুল রায়। সোমবার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে ই-মেলে ইস্তফাপত্র পাঠিয়েছেন মুকুল। এখনও তাঁর ইস্তফা দেওয়ার কারণ স্পষ্ট ভাবে জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, বেশ কয়েক মাস ধরেই অসুস্থ মুকুল রায়। ফলে পিএসি-র বহু বৈঠকে উপস্থিত থাকতে পারেননি। এর ফলে পিএসি-র কাজকর্ম বাধাপ্রাপ্ত হচ্ছে। সেজন্য তিনি ইস্তফা দিয়ে থাকতে পারেন।