প্রবল বৃষ্টিতে জলবন্দী গোটা রাজ্য। জল জমেছে রেল লাইনগুলিতেও। তাই ব্যহত হচ্ছে রেল পরিষেবাও।এমনিতেই করোনা বিধিনিষেধের কারণে লোকাল ট্রেন বন্ধ। তবে চলছিল একাধিক দূরপাল্লার ট্রেন। এবার এই বৃষ্টি জেরে হাওড়া-ভাগলপুল এক্সপ্রেস, হুল এক্সপ্রেস, পূর্বা এক্সপ্রেস, লালকুঁয়া এক্সপ্রেসের মতো একাধিক ট্রেন সহ বেশ কিছু দুরপাল্লার ট্রেনও বাতিল করতে হল। গতকাল রাত থেকে চলা প্রবল বৃষ্টির কারণে হাওড়া টিকিয়াপাড়া কারশেডে জল। তার জেরেই ব্যহত হয়েছে রেল পরিষেবা। যদিও দ্রুত জল নিষ্কাশনের চেষ্টা চলছে বলে রেল সূত্রে জানানো হয়েছে ৷ শুধু জল জমে থাকাই নয়, প্রবল বৃষ্টিতে রেল লাইনের রক্ষাণাবেক্ষণের কাজ ব্যহত হয়েছে বলে খবর। পাশাপাশি দুন এক্সপ্রেসের মতো একাধিক দূরপাল্লার ট্রেন অত্যাধিক দেরিতে চলছে বলে রেলের তরফে জানানো হয়েছে ৷ রেল সূত্রে খবর, গতকাল রাত থেকে চলা প্রবল বৃষ্টির কারণে টিকিয়াপাড়া কারশেডে জল জমে যায় ৷ সেই কারণেই পরিষেবা ব্যহত হচ্ছে ৷ যদিও দ্রুত জল নিষ্কাশনের চেষ্টা চলছে বলে জানানো হয়েছে ৷ শুধু জল জমে থাকাই নয়, প্রবল বৃষ্টিতে রেল লাইনের রক্ষাণাবেক্ষণের কাজ ব্যহত হয়েছে বলে খবর ৷