ফের সিদ্ধান্ত বদল। ২ দিন নয়, সপ্তাহে তিনদিন মুম্বাই ও দিল্লি থেকে কলকাতা পর্যন্ত বিমান চালানো যেতে পারে। বিমান পরিবহন মন্ত্রী সচিবকে চিঠি পাঠিয়ে জানালেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব। আগে রাজ্য জানিয়েছিল, ৫ জানুয়ারি থেকে মুম্বাই ও দিল্লি থেকে আসা বিমান সপ্তাহে দুদিন কলকাতা বিমানবন্দরে অবতরণ করতে পারবে। রাজ্য ফের সিদ্ধান্ত পর্যালোচনা করে দু দিনের পরিবর্তে তিনদিন উড়ান চালানোর কথা জানিয়েছে। সোমবার, বুধবার এবং শুক্রবার দিল্লি এবং মুম্বই থেকে উড়ান কলকাতায় নামতে পারবে বলে জানিয়েছে রাজ্য। ৫ জানুয়ারি থেকে এই নয়া নির্দেশিকা পালন করতে হবে। এর আগে জানানো হয়েছিল, সোমবার ও শুক্রবার মুম্বাই ও দিল্লি থেকে বিমান কলকাতায় আসতে পারবে। তবে শেষমেশ সিদ্ধান্ত করা হয়েছে। রাজ্যে করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। দেশের মধ্যে মহারাষ্ট্রের কোভিড পরিস্থিতি এখন সব থেকে বেশি উদ্বেগজনক। করোনার নতুন স্ট্রেন ওমিক্রনের সংক্রমণ সব থেকে বেশি হয়েছে মহারাষ্ট্রে।