উচ্চমাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেলেন মুর্শিদাবাদের কান্দি রাজা মনিন্দ্র চন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ের রুমানা সুলতানা। তাঁর প্রাপ্ত নম্বর হল ৫০০-র মধ্যে ৪৯৯। সংখ্যালঘু সম্প্রদায়ের তরফে কোনও ছাত্রীর উচ্চমাধ্যমিকে প্রথম হওয়া সম্ভবত এই প্রথম ঘটল রাজ্যের ইতিহাসে। আজ, বৃহস্পতিবার ফলপ্রকাশের ঘোষণা করতে গিয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস বলেন, ‘এবছর ইতিহাস তৈরি হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল, এবছর একজনই পেয়েছেন সর্বোচ্চ নম্বর, ৪৯৯। যিনি পেয়েছেন
তাঁকে আমি প্রথম বলব না, কিন্তু একজন মাত্র পেয়েছেন এই নম্বর। তিনি একজন মুসলিম।মুর্শিদাবাদ জেলা থেকে এই নম্বর পেয়েছেন ওই মুসলিম ছাত্রী।’ ২০১৯ সালে মাধ্যমিকে পঞ্চম স্থান দখল করেছিলেন রুমানা। তিনি বিজ্ঞান বিভাগের ছাত্রী। বাড়ি কান্দি থানার অন্তর্গত শিবরামবাটি এলাকায়। বাবা রবিউল আলম ভরতপুর গয়েশাবাদ অচলা বিদ্যাপীঠে প্রধান শিক্ষক। মা সুলতানা পারভিনও শিক্ষিকা।