কলকাতাঃ করোনা আবহে আগামীকাল ও পরশু স্যানিটাইজেশনের কাজ চলবে নবান্নে ৷ এই মর্মেই আজ বিকেলে রাজ্য সরকারের ওয়েবসাইটে স্বরাষ্ট্রদপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে একথা ঘোষণা করা হয় ৷ আবার আগামীকাল বিজেপির যুব মোর্চার ডাকে নবান্ন অভিযান হওয়ার কথা। স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক জলঘোলা অবশ্যম্ভাবী। যদিও সূত্রের খবর, অনেক আগেই এই ২দিন নবান্ন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অন্যদিকে, রাজ্য বিজেপি নেতাদের বক্তব্য বিজেপি-কে ভয় পেয়েই নবান্ন বন্ধ রাখা হচ্ছে ৷ তবে নবান্ন বন্ধ থাকলেও কাল যে অভিযান হচ্ছেই তার আভাস মিলেছে বিজেপি যুব মোর্চার তরফে ৷