৫৮তম দিনে অনশন আন্দোলন সাময়িকভাবে প্রত্যাহার করে নিলেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা । তবে এখানেই শেষ নয়, সেন্ট্রাল পার্কের সামনে তাদের অবস্থান আন্দোলন চলবে বলে জানিয়েছেন তাঁরা । তারই সঙ্গে আগামী ১৪ জুলাই নবান্ন অভিযানের ডাক দিয়েছেন যোগ্য চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষা কর্মী অধিকার মঞ্চ । বৃহস্পতিবার সেন্ট্রাল পার্কের সামনে বসে আগামী দিনের আন্দোলনের রূপরেখা ঘোষণা করলেন তাঁরা । সেখানে অন্যতম আন্দোলনকারী শিক্ষক নেতা মেহেবুব মণ্ডল বলেন, “আমরা আমাদের দোষে চাকরি হারাইনি । সরকারের দোষে আমাদের চাকরি গিয়েছে । তাই যে কোনও মূল্যে আমাদের চাকরি ফিরিয়ে দিতে হবে । সেই দাবি নিয়েই হবে নবান্ন অভিযান ।” তাঁরা আরও জানান, এর পাশাপাশি আগামী দিনে দিল্লিমুখী হচ্ছে তাঁদের আন্দোলন । জুলাই মাসের তিন দিন দিল্লিতে থাকবেন যোগ্য চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের প্রতিনিধি । চাকরিহারা যোগ্য শিক্ষক হাবিবুল্লাহ বলেন, “২১ থেকে ২৩ জুলাই দিল্লিতে কর্মসূচি রয়েছে । আমাদের সঙ্গে যেটা হয়েছে সেটা বিরলতম ঘটনা । তবে এই বিষয়ে এখনও অন্য রাজ্যের মানুষেরা অবগত নয় । সে কারণেই যন্তর মন্তরের সামনে ধরনা এবং বিভিন্ন পোস্টারিং দিল্লিতে করার পরিকল্পনা আমাদের রয়েছে ।” বৃহস্পতিবার যোগ্য চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে প্রতীকী অনশন কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল । সেদিন সমাজের বিভিন্ন মানুষেরা তাদের অনশন মঞ্চে গিয়েছেন । সকাল সাড়ে এগারোটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত তাঁরাও অনুষ্ঠান করেছেন । যোগ্য চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের 20 জন প্রতিনিধি অনশন করছিলেন । তাদের মধ্যে দু’জন বেশ কিছুদিন ধরেই অনশনে ছিলেন । বাকি 18 জন আজ সকাল থেকে অনশনে বসেন । তাঁদের এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন মীরাতুন নাহার, জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো-সহ একাধিক আইনজীবীরা ।
