কলকাতা

ডিএলএড প্রশ্নপত্র ফাঁসে সিআইডি তদন্ত, কড়া পদক্ষেপ নবান্নের

ডিএলএড প্রশ্নপত্র ফাঁস হয়েছে, অভিযোগ উঠেছিল গত সোমবার। অভিযোগ, পরীক্ষা শুরুর প্রায় সোয়া ১ ঘণ্টা আগেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল প্রশ্নপত্র। সেই ঘটনাতেই নবান্নের নির্দেশ, সিআইডি তদন্তের। গত সোমবার ডিএলএড প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠতেই সাংবাদিক সম্মেলন করেছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল। বলেছিলেন, ‘বিষয়টিকে হালকা ভাবে নেওয়া হচ্ছে না। পর্ষদ তদন্ত কমিটি গঠন করবে’। তাঁর অভিযোগ ছিল, পর্ষদের নাম খারাপ করতে কেউ বা কারা চক্রান্ত করেছে। বলেছিলেন, কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে তাতেও সন্তুষ্ট নয় নবান্ন। নবান্নের নির্দেশ, প্রশ্নপত্র ফাঁস হওয়ার তদন্ত করবে রাজ্যের তদন্তকারী সংস্থা। শুধু তাই নয়, দ্রুত তদন্তের রিপোর্ট জমা দেওয়ার জন্যও সিআইডিকে নির্দেশ দিয়েছে নবান্ন।