দেশ

পুরীতে ‘বিশ্ববাংলা ভবন’ তৈরির জন্য ২ একর জমি বিনামূল্যেই বাংলাকে প্রদান করবেন নবীন পট্টনায়েক

পুরীতে ‘বিশ্ববাংলা ভবন’ তৈরির জন্য কয়েক কোটি টাকার ২ একর জমি বিনামূল্যেই বাংলাকে প্রদান করার সিদ্ধান্ত নিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী তথা বিজু জনতা দলের সুপ্রিমো নবীন পট্টনায়েক। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাঙালির কাছে সব থেকে জনপ্রিয় পর্যটনকেন্দ্র পুরীতে গেস্ট হাউস তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। সেই জন্য ইতিমধ্যেই পুরীতে ২ একরের জমি চিহ্নিতকরণ হয়েছে, মমতা গত মাসে পুরীতে গিয়ে সেই জমি নিজে পরিদর্শনও করে এসেছেন। এবার নবীন পট্টনায়কের সরকার সিদ্ধান্ত নিয়েছে কয়েক কোটি টাকার এই জমি বিনামূল্যেই তাঁরা বাংলার সরকারকে দেবেন দুই রাজ্যের মধ্যেকার সম্পর্কের বুননকে আরও জমাট করার লক্ষ্যে। এই জমিতেই গড়ে উঠবে ‘বিশ্ববাংলা ভবন’। যে এলাকায় বাংলাকে এই জমি দেওয়া হয়েছে সেখানে নতুন এয়ারপোর্ট ও টাউনশিপ তৈরি হচ্ছে। জায়গাটি নিউ পুরী নামে চিহ্নিত। এখানে একর প্রতি জমির দাম ১ কোটি টাকা। বাংলার সরকার জমির দাম দিতে রাজী থাকলেও এখন সেই অর্থ বেঁচে গেল। রাজ্য যেখানে জমি পেয়েছে সেখানকার পরিবেশ খুব মনোরম। একটি ব্রিজ হলেই সমুদ্র ও মন্দিরের সংযোগ সুগম হবে। এই ব্রিজটি বানানোর কাজ শুরু করেছে ওড়িশা সরকার। পুরী-বাংলার সম্পর্কের ইতিহাস মাথায় রেখে তৈরি হবে রাজ্যের নতুন ভবন। শতাধিক পর্যটক পুণ্যার্থীর সেখানে থাকার ব্যবস্থা থাকবে।