খেলা

২১ তম গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস রাফায়েল নাদালের

অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জিতলেন রাফায়েল নাদাল। রাশিয়ার ড্যানিলে মেদভেদেভ-কে পাঁচ সেটের রোমহর্ষক লড়াইয়ে নাদাল হারালেন ২-৬,৭-৫, ৬-৪, ৬-৪,৭-৫। এই জয়ের সঙ্গে প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে ২১টি গ্র্যান্ডস্লাম জিতে ফেললেন নাদাল। ছাপিয়ে গেলেন রজার ফেডেরার, নোভাক জকোভিচকে। এই টুর্নামেন্টে নামার আগে করোনা আক্রান্ত হয়েছিলেন নাদাল। তার আগে চোটের কারণে বেশ কয়েক মাস খেলতে পারেননি। তার ওপর অস্ট্রেলিয়ান ওপেনের সার্ফেস রাফার খুব একটা পছন্দের নয়। তাতে কী! কিংবদন্তীরা কিংবদন্তী হয়ে ওঠেন

কঠিনতম সময়ে। এই এতগুলো ফ্যাক্টরকে পিছনে ফেলে ফাইনালে দু সেটে পিছিয়ে থেকেও ওপেন এরায় প্রথম খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হলেন নাদাল। ১৩ বছর পর নাদাল জিতলেন অস্ট্রেলিয়ান ওপেনের খেতাব। ২০০৯ সালে প্রথমবার অজি ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন। এর মাঝে ১৮টা গ্র্যান্ডস্লাম জিতলেও একবার ক্যাঙারুর দেশে চ্যাম্পিয়ন হতে পারেননি। কেরিয়ারের কঠিনতম সময়ে ৩৫ বছরে সেই কঠিনতম কাজটাই করে দেখালেন স্পেনের কিংবদন্তী। টিকা বিতর্কে জকোভিচ খেলতে না পারার পরেও রাফায়েল নাদাল যে খেতাব জিতবেন তা নিয়ে সন্দেহ করেছিলেন অনেকে। কারণ তাঁর চোট, করোনার কারণে ফিটনেসে সমস্যা ছিল। কিন্তু রাফা বোঝালেন তিনি কেন কিংবদন্তী। পুরো এক বছর পর নাদাল গ্র্যান্ডস্লাম খেতাব জিতলেন।