বাদল অধিবেশনে হট্টগোলের জেরে সংসদের শীতকালীন অধিবেশন থেকে গতকাল সাসপেন্ড করা হয়েছিল বিভিন্ন দলের ১২ জন সাংসদকে। সেই সাসপেনশন প্রত্যাহারের আবেদন করেছিলেন বিরোধীরা। বুধবার সাংসদদের সাসপেনশন প্রত্যাহারের আবেদন খারিজ করলেন রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডু। এরপর রাজ্যসভা থেকে ওয়াকআউট করল বিরোধী পক্ষ। এভাবে সাংসদদের সাসপেন্ড করায় বিরোধীরা বিক্ষোভ দেখালেন মঙ্গলবার। যদিও কংগ্রেস ও তৃণমূলকে আলাদা আলাদা ভাবে বিক্ষোভ দেখাতে দেখা গেল সংসদ ভবন চত্বরে।