কলকাতা

রামনবমীর মিছিলে অশান্তির ঘটনায় তদন্ত শুরু করছে এনআইএ

৩০ মার্চ রামনবমী ছিল ৷ এদিন রাজ্যের বিভিন্ন জায়গায় মিছিল বেরয় ৷ হাওড়ায় শিবপুর ও ডালখোলায় রামনবমীর মিছিলকে কেন্দ্র করে অশান্তির ঘটনা ঘটে ৷ পরে তার রেশ ছড়িয়ে পড়ে হুগলীর রিষড়াতেও ৷ এই ঘটনায় কলকাতা হাইকোর্ট এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল ৷ তাই এফআইআরকে তদন্ত শুরু করছে এনআইএ। প্রসঙ্গত, এবারের রামনবমীর মিছিল ঘিরে মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, বিহার সহ দেশের ১১০টি জায়গায় সাম্প্রদায়িক অশান্তির ঘটনা ঘটেছে।