জেলা

কালিয়াগঞ্জে মৃত ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করলেন এনসিপিসিআর-র চেয়ারপার্সন

রবিবার সকালে কালিয়াগঞ্জে পৌঁছে যান জাতীয় শিশু সুরক্ষা কমিশনের সদস্যরা। শনিবারই রায়গঞ্জ পৌঁছেছিলেন প্রিয়াঙ্ক কানুনগো। সেখান থেকেই রবিবার শকালে কালিয়াগঞ্জ যান তিনি। মৃত কিশোরীর পরিবারের সঙ্গেও কথা বলেন তিনি। শনিবার রাজ্যে এসে এখানকার আইনশৃঙ্খলা নিয়ে তোপ দাগেন এনসিপিসিআর-এর চেয়ারপার্সন। তিনি বলেন, ‘এই রাজ্য শিশুদের জন্য সুরক্ষিত নয়’। একই সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিয়োর প্রসঙ্গও তোলেন তিনি। তিনি বলেন, ‘যেভাবে দেহ টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছিল তাতেই বোঝা যাচ্ছে যে পুলিস সংবেদনশীল হয়নি’। অর্থাৎ রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে আরও একবার ক্ষোভ শোনা যায় তাঁর গলায়। এরই মাঝে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সদস্যরা শনিবার পৌঁছে যান কালিয়াগঞ্জে। তাঁরাও মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সদস্যদের সামনে সিবিআই তদন্তের দাবি করেন মৃতের পরিবারের সদস্যরা। প্রিয়াঙ্ক কানুনগো জানিয়েছেন তিনি মৃতের পরিবারের সদস্যদের পাশাপাশি এই ঘটনার আইও এবং ময়নাতদন্ত করেছেন যে ডাক্তার তাঁর সঙ্গেও কথা বলবেন। ময়নাতদন্তে রিপোর্টে প্রাথমিকভাবে মৃত্যুর যে কারণ আছে, তা হল বিষক্রিয়া। দেহে আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি’, জানালেন উত্তর দিনাজপুরের পুলিস সুপার মহম্মদ সানা আখতার। ১৪ দিনের পুলিসি হেফাজতে ২ অভিযুক্ত।