দেশ

জয়পুরে পথ দুর্ঘটনায় মৃত নবদম্পতি সহ ৫

 নতুন বিয়ে হয়েছিল। নিমেষের মধ্যে সেই আনন্দ বিষাদে পরিণত হল ৷ ভয়াবহ পথ দুর্ঘটনায় নববধূ-সহ মৃত্যু হল ৫ জনের ৷ গুরুতর আহত আরও ৭ জন ৷ বুধবার সকালে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের রাইসার থানার অন্তর্গত জামওয়ারামগড় এলাকার দৌসা-মনোহরপুর হাইওয়ের উপর ৷ জানা গিয়েছে, এদিন সকালে বিয়ে সেরে নববধূকে সঙ্গে নিয়ে গাড়ি করে বাড়ি ফিরছিলেন স্বামী ৷ সঙ্গে ছিলেন নবদম্পতির পরিবারের ১৪-১৫ জন ৷ ভাটকাবাস গ্রামের কাছে দৌসা-মনোহরপুর হাইওয়ের উপর একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় গাড়িটির ৷ দুর্ঘটনায় মৃত্যু হয় নবদম্পতি সহ ৫ জনের ৷ গুরুতর আহত হন আরও ৭ জন ৷ চোট লাগে বাকিদেরও ৷ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ ৷ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন রাইসার থানার পুলিশ ৷ আহতদের উদ্ধার করে তৎক্ষণাৎ হাসপাতালে পাঠানো হয় ৷ দেহগুলিকেও পাঠানো হয় হাসপাতালে ৷ রাইসার থানার স্টেশন অফিসার রঘুবীর সিং রাঠোর জানান, বিয়ে সেরে মধ্যপ্রদেশ থেকে ফিরছিল গাড়িটি ৷ এনএইচ-১৪৮ দৌসা-মনোহরপুর হাইওয়েতে ট্রাকের সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ ঘটে ৷ দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে ৷ গুরুতর আহত হয়েছেন ৭ জন ৷ বাকিদেরও অল্প চোট লেগেছে বলে জানান পুলিশ আধিকারিক ৷ দুর্ঘটনায় দুমড়ে যায় গাড়ি ২টি ৷ ভয়াবহ দুর্ঘটনার কারণে হাইওয়ের উপর ব্যাপক যানজটের সৃষ্টি হয় ৷ আহত ও নিহতদের উদ্ধারের পর ধীরে ধীরে রাস্তা ফাঁকা করেন পুলিশকর্মীরা ৷ মৃতদের ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ৷ আহতদের চিকিৎসা চলছে বলে জানান পুলিশ আধিকারিক ৷