দেশ

মনোনয়নে কেন্দ্র করে অশান্তি, রাজ্যে বিশেষ মানবাধিকার পর্যবেক্ষক পাঠাচ্ছে এনএইচআরসি

রাজ্যে পঞ্চায়েত ভোটের মনোনয়নকে কেন্দ্র করে অশান্তি। এমনকী, মুর্শিদাবাদে নিহত এক কংগ্রেস কর্মী! কেন এমন পরিস্থিতি? স্বতঃপ্রণোদিত হয়ে পদক্ষেপ  করল জাতীয় মানবাধিকার কমিশন। নিয়োগ করা হল বিশেষ মানবাধিকার পর্যবেক্ষক । মনোনয়ন কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে ১৪৪ ধারার জারি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশনও। জল্পনা বাড়ছিল ক্রমশই। অবশেষে রাজ্যে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা করা হল। কবে? ৮ জুলাই একদফাতেই  দার্জিলিং-কালিম্পংয়ে দ্বিস্তরীয় ও বাকি রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট, সাংবাদিক বৈঠকে জানালেন রাজ্যের সদ্যনিযুক্ত নির্বাচন কমিশনার রাজীব সিনহা। এদিকে যেদিন পঞ্চায়েত ভোট ঘোষণার পরের দিন থেকেই শুরু হয়ে গিয়েছে মনোনয়ন জমা নেওয়ার প্রক্রিয়াও। শুক্রবার মনোনয়নের প্রথমদিনেই গুলি চলে মুর্শিদাবাদের খড়গ্রামে। কেন? সন্ধ্যায় গ্রামেই কয়েকজনের সঙ্গে বসে তাস খেলছিলেন কংগ্রেসকর্মী ফুলচাঁদ শেখ। অভিযোগ,  আচমকাই বাইকে করে এসে তাঁর লক্ষ্য করে পরপর ৬ রাউন্ড গুলি চালিয়ে দুষ্কৃতী। হাসপাতালে মৃত্য়ু হয় ওই কংগ্রেসকর্মীরা।